০৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮

ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘গ’ ইউনিট | ২০১২-২০১৩ সালের প্রশ্ন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ‘গ’ ইউনিট (ব্যবসায় অনুষদ) এর ২০১২-২০১৩ সালের সমাধানসহ প্রশ্ন।

বাংলা

1. 'বিবর' শব্দটির অর্থ কী?
A. বিরাট
B. ছোট
C. গর্ত
D. পুকুর
E. হাওর

2. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন ছেদচিহ্ন ব্যবহৃত হয়?
A. কমা
B. ড্যাশ
C. সেমিকোলন
D. কোলন
E. দাড়ি

3. 'যৌবনসূর্য' কোন ধরনের শব্দ?
A. সন্ধিজাত
B. সমাসবদ্ধ
C. প্রত্যয়জাত
D. উপসর্গজাত
E. ধ্বন্যাত্মক

4. 'মানুষ' পদের বিশেষণ:
A. মনুষ্য
B. মানস
C. মানুষিক
D. মনুষ্যত্ব
E. মানুষ্য

5. 'কবর' কবিতায় বৃদ্ধের পুত্র মারা গিয়েছিল কোন মাসে?
A. শ্রাবণ
B. বৈশাখ
C. আশ্বিন
D. ফাল্গুন
E. অগ্রহায়ণ

6. কোনটি নিশা'র সমার্থক শব্দ নয়?
A. যামিনী
B. শর্বরী
C. বিভাবরী
D. ত্রিযামা
E. অরাতি

7. কমলাকান্তের পদবি কী?
A. শর্মা
B. চক্রবর্তী
C. মৈত্রেয়
D. বন্দ্যোপাধ্যায়
E. মিত্র

8. "মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।" কোন রচনার অন্তর্গত?
A. যৌবনের গান
B. কলিমদ্দি দফাদার 
C. সাহিত্যে খেলা
D. একুশের গল্প
E. অপরাহ্ণের গল্প

9. 'নালিশটা অযৌক্তিক'। কোন ধরনের বাক্য?
A. নেতিবাচক
B. অস্তিবাচক
C. অনুজ্ঞাবাচক
D. প্রশ্নবাচক
E. নির্দেশক

10. 'আদ্যোপান্ত' শব্দটির সন্ধিবিচ্ছেদ:
A. আদি + পান্ত
B. আদ্য+পান্ত
C. আদ্যো + পান্ত
D. আদি + প্রান্ত
E. আদ্য+উপান্ত

11. 'কাঁচকলা' কোন সমাসভুক্ত?
A. দ্বন্দ্ব
B. কর্মধারয়
C. অব্যয়ীভাব
D. বহুব্রীহি
E. উপপদ তৎপুরুষ

12. 'কূর্ম অবতার' বলতে বোঝায়:
A. মহৎ
B. অসহায়
C. অকর্মণ্য
D. কুৎসিত
E. অলস

13. কোনটি নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ?
A. পুণ্য
B. গ্রহণ
C. স্মরণ
D. অর্পণ
E. বিষ্ণু

14. 'বিলাসী' গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করত?
A. উৎসাহ দিত
B. নিরুৎসাহিত করত
C. বাধা দিত
D. ভয় দেখাত
E. পালিয়ে যেত

15. ঘাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে:
A. হীরক জয়ন্তী
B. সুবর্ণ জয়ন্তী
C. রজত জয়ন্তী
D. সার্ধশত বর্ষ
E. প্লাটিনাম জয়ন্তী

16. 'সানু' কোন গল্পের চরিত্র?
A. কলিমদ্দি দফাদার
B. বিলাসী
C. হৈমন্তী
D. অপরাহ্ণের গল্প
E. একুশের গল্প

17. ছাদে বৃষ্টি পড়ে। এ বাক্যে 'ছাদে' কোন কারকে কোন বিভক্তি?
A. অপাদানে ৭মী
B. অধিকরণে ৭মী
C. করণে ৭মী
D. অধিকরণে শূন্য
E. অপাদানে শূন্য

18. কোন গুচ্ছ বিদেশি উপসর্গ?
A. নিম, ফি
B. বদ, পরি
C. অপি, সু
D. অনা, ফুল
E. গর, প্র

19. 'বায়স-ফিঙ্গে' কোন রচনায় আছে?
A. হৈমন্তী
B. বিলাসী
C. একুশের গল্প
D. অপরাহ্ণের গল্প
E. যৌবনের গান

20. 'আমার পূর্ব বাংলা' কবিতায় কালো চুল কিসের মতো?
A. অন্ধকার
B. কালো মেঘ
C. রাত্রি
D. কাকের চোখ
E. প্রগাঢ় নিকুঞ্জ

21. Transparency' শব্দের বাংলা পরিভাষা হলো:
A. মুক্ততা
B. ত্রুটিহীনতা
C. স্বচ্ছতা
D. সাবলীলতা
E. স্বাচ্ছন্দ্য

22. 'কুতুবপুর' গ্রামে জন্ম নিয়েছিলেন:
A. সৈয়দ আলী আহসান
B. শামসুর রাহমান
C. হুমায়ূন আহমেদ
D. আবু জাফর শামসুদ্দীন
E. জহির রায়হান

23. 'বঙ্গভাষা' সনেটটি কোন ছন্দে রচিত?
A. অক্ষরবৃত্ত
B. মাত্রাবৃত্ত
C. স্বরবৃত্ত
D. অমিত্রাক্ষর
E. পয়ার

24. তুলসী গাছটি উপড়ে ফেলতে চায় কে?
A. হুকাসেবী আমজাদ
B. গল্পপ্রেমিক কাদের
C. বামপন্থী মকসুদ
D. হুজুগে মোদাব্বের
E. মোটা বদরুদ্দিন

25. "নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।" 'একটি ফটোগ্রাফ' কবিতায় কবির এ অভিব্যক্তি কেন?
A. বাজখাই কাউকে দেখে
B. অতিথির জিজ্ঞাসায়
C. ছেলের ফটোগ্রাফ দেখে 
D. ছেলের মৃত্যুতে
E. নিজের কন্ঠস্বর শুনে

Answer Keys: 1.C; 2.C; 3.B; 4.C; 6.Ε 7.B; 8.C; 9.B; 10.E; 11.B; 12.E; 13.A; 14.C; 15.A; 16.E; 17.B; 18.A; 19.E; 20.D; 21.C; 22.C; 23.A; 24.D; 25.E

ইংরেজি

Read the following passage and answer (Questions 1 through 5):
Joy Card and Printing Ltd, a local company made around 4 million SIM cards since 2011 at it own plant for the country’s mobile phone operators, a testimony to the capability of domestic enterprises. From 2010, the company also supplied 40 million scratch cards used for recharging balance in mobile phones. This local initiative was able to gain confidence in both national and multinational cell phone companies. Joy, a 200 person strong company with the capacity to produce 2 million SIM cards a month, imports ABS sheet and then installs chips for making the SIM cards. However, the company today is faced with a setback due to poor customer acquisition and the operator‟s unwillingness to buy the SIM cards from domestic markets.

1. The passage is all about -
A. The inefficiency of local mobile markets
B. A local mobile firm‟s experience of SIM production
C. The competitive nature of mobile banking
D. Lack of government initiative in SIM production
E. The structure of the mobile market in Bangladesh

2. ‗Plant‘ in the passage refers to:
A. a place in the ground 
B. something inserted
C. a perennial product 
D. an industrial site
E. a large estate for crops

3. ‗Testimony‘ in the passage implies:
A. hypothesis 
B. test case 
C. evidence
D. glamour 
E. denial

4. One drawback faced by the company was:
A. overproduction 
B. under production SIM sets
C. regulatory problem 
D. lack of interest in local SIM card
E. lack of government support

5. ‗Acquisition‘ in the passage implies:
A. lacking 
B. loss 
C. gaining
D. dearth 
E. want

Choose the correct sentence (Questions 6 through 8):
6. A. If I found a bag in the street, I will take it to the police
B. If I found a bag in the street, I would take it to the police.
C. If I found a bag in the street, I took it to the police.
D. If I found a bag in the street, I‟ll be taking it to the police
E. If I found a bag in the street, I have taken it to the police

7. A. He used the phrase you know so often that I
finally said, No, I don‟t Know
B. He used the phrase „you know‟ so often that I
finally said, No. I don‟t know
C. He used the phrase you know so often that I
finally said, “No, I don‟t know
D. He used the phrase “you know” so often that I
finally said, “No, I don‟t know.”
E. He used the phrase “you know” so often that I
finally said “No I don‟t know

8. A. Why you have done this?
B. Why did you have done this?
C. Why have you done this?
D. Why you had done this?
E. Why did you done this?

Fill in the blanks with appropriate preposition (s)/
word(s) [Questions 9 through 14]:
9. The doctor suggested that the patient-------weight.
A. should lose B. would lose C. loss
D. lose E. lost

10. Our friends will ------for two nights.
A. put us up B. put us in C. provide us in
D. provide us up E. provide after

11. The ozone in the upper layers of Earth‘s
atmosphere is beneficial, ----- animal and plant life
from dangerous ultraviolet radiation.
A. withdrawing B. thwarting C. displacing
D. reflecting E. protecting

12. Once the audience began to applaud and laugh at
his jokes, Monem felt more ---------.
A. professional B. ambiguous C. uncertain
D. relaxed E. uncomfortable

13. We drove-------the river for an hour ------- turned
north before we reached it.
A. to, and B. back, when C. towards, but
D. in, to E. on, so

14. There is -------- in one of your front teeth.
A. a filing B. a cavity C. decay D. food E. growth

15. Which one is the correct spelling?
A. scaning B. stoped C. dyeing D. recomend E. buget

16. Which of the following pairs expresses a
relationship different from the rest in terms of
their parts of speech?
A. Convince-Convincing B. Persuade-Persuasive
C. Vary-various D. Economise-Economic
E. Fame-Famous

17. Synonym of ‗paradox‘ is:
A. exaggeration B. hyperbole C. contradiction
D. invective E. poetic device

18. Antonym of ‗tedious‘ is:
A. boring B. monotonous C. tiresome
D. refreshing E. dull

19. ‗Out and out‘ means:
A. not at all B. someone from outside
C. to get out D. to be last E. thoroughly

20. ‗Pediatric‘ relates to the treatment of:
A. adults B. women C. old people
D. children E. men

Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct:
21. Joseph‘s story is a clinical portrayal of man as an animal

 A                          B                     C                              D

trapped by the fear and hunger.

                       E

22. Which do you think is the nearest in meaning to proviso:
A. sanction B. substitute C. directive
D. supply E. stipulation

23. Antonym of ‗dogma‘ is:
A. doctrine B. principle C. tenet
D. unbelief E. rule

24. Synonym of ‗apex‘ is:
A. base B. zenith C. bottom
D. low E. floor

25. ‗To smell a rat' means:
A. to smell a bad smell B. to suspect a trick or deceit
C. to misunderstand D. to have dirty ways
E. to be bothersome

Answer Keys: 1.D; 2.D; 3.C; 4. D; 5.C; 6.B; 7.D; 8.C; 9.D;
10.A; 11.E; 12.D; 13.C; 14.B; 15.C; 16.E; 17.C; 18.D; 19.E;
20.D; 21.E; 22.E; 23.D; 24.B; 25.B.

একাউন্টিং

1. একটি মোটরগাড়ির ৮,০০০ টাকায় কেনা হয়েছে যার মধ্যে ৩৬ টাকা পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য ৮,০০০ মোটরগাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বর্তপত্রে এর কী প্রভাব পড়েছে? (A motor vehicle was purchased for Tk. 8,000 that includes Tk. 36 for petrol. The total payment of Tk. 8,000 was debited to the motor vehicle account. What was the effect on the profit and loss account and the balance sheet?)
A. লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা (Profit overstated by Tk. 36 and fixed assets overstated by Tk. 36)
B. লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা (Profit overstated by Tk. 36 and fixed assets understated by Tk. 36)
C. লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা (Profit understated by Tk. 36 and fixed assets overstated by Tk. 36)
D. লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা (Profit understated by Tk. 36 and fixed assets understated by 36)
E. লাভে কোন প্রভাব পড়েনি কিন্তু স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা (Profit not affected but fixed assets overstated by Tk. 36) 

2. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা, বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয় মুল্যের উপর ২৫% লাভ ধরে পণ্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা? (The records of a business organization show beginning stock of Tk. 23,000, stock at the end Tk. 27,000, sales for the year Tk. 1,60,000, and goods sold at cost plus 25%. What is the amount of purchases in Taka for the year?)
A. ১,২০,০০০ (1,20,000) B. ১,২৪,০০০০ (1,24,0000)
C. ১,২৮,০০০ (1,28,000) D. ১,৩০,০০০ (1,30,000)
E. ১,৩২,০০০ (1,32,000)

3. 'ধারে বিক্রয়' এর উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাববিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? (The method of maintaining allowance for bad debts as a percentage of 'credit sales' is consistent with which of the following accounting principles?)
A. সামঞ্জস্য নীতি (Consistency)
B. গুরুত্ব নীতি (Materiality)
C. প্রকাশ নীতি (Disclosure)
D. মিলকরণ নীতি (Matching)
E. রক্ষণশীলতা নীতি (Conservatism)

4. রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের হিসাবে ক্রেডিট করা হলে, কী ধরনের ভুল হবে? (An amount received from Robin has been credited to Peter's account, what type of error is this?)
A. বাদ পড়ার ভুল (Errors of Omission)
B. খতিয়ানভুক্তির ভুল (Errors of Posting)
C. পরিপূরক ভুল (Compensating Errors)
D. নীতির ভুল (Errors of Principle)
E. লেখার ভুল (Errors of Commission)

5. শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেয়া হলে: (Dividend paid to shareholders will:)
A. সম্পত্তি বাড়বে এবং দায় কমবে (increase assets and decrease liabilities)
B. সম্পত্তি কমবে এবং দায় বাড়বে (decrease assets and increase liabilities)
C. সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে (decrease assets and decrease shareholders' equity)
D. সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডাদের স্বত্ব বাড়বে (decrease assets and increase shareholders' equity)
E. শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না (have no effect on shareholders' equity)

6. ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না? (Which of the following is not considered in calculating the quick ratio?)
A. নগদ টাকা (Cash)
B. প্রাপ্য হিসাব (Account Receivable)
C. অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid Expenses)
D. মজুদ পণ্য (Inventory)
E. প্রদেয় হিসাব (Accounts Payable)

7. নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? (Which of the following is not reported in the Income Statement?)
A. লাভ ও লোকসানসমূহ (Gains and losses)
B. শেয়ার প্রিমিয়াম (Share premium)
C. আয়কর খরচ (Income tax expenses)
D. বিক্রয় বাট্টা (Sales discount)
E. অপরিচালন খাত হতে আয় (Non-operating income)

৪. নিম্নের কোনটি অলীক সম্পত্তি? (Which of the following is a fictitious asset?)
A. সুনাম (Goodwill)
B. ব্যবসায় চিহ্ন (Trademark)
C. প্রাথমিক খরচ (Preliminary expenses)
D. লাইসেন্সিং (Licensing)
E. কপিরাইট (Copyright)

9. সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মারিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ হবে? (If all assets are debited and all liabilities & equity are credited, what will be the nature of the journal entry?)
A. প্রারম্ভিক জাবেদা লিখন (Opening entry)
B. সমাপনী জাবেদা লিখন (Closing entry)
C. সমন্বয়ী জাবেদা লিখন (Adjusting entry)
D. সংশোধনী জাবেদা লিখন (Rectifying entry)
E. স্থানান্তর জাবেদালিখন (Transfer entry)

10. ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? (Depreciation is charged on which type of assets in business?)
A. চলতি সম্পত্তি (Current assets)
B. অলীক সম্পত্তি (Fictitious assets)
C. অস্পর্শনীয় সম্পত্তি (Intangible assets)
D. স্থায়ী সম্পত্তি (Fixed assets)
E. ব্যক্তিগত সম্পদ (Personal assets)

11. কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়? (Which is not an element of cost of production?)
A. প্রত্যক্ষ কাঁচামাল (Direct material)
B. পরোক্ষ কাঁচামাল (Indirect material)
C. পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয় (Depreciation of motor van used for distribution of goods)
D. প্রত্যক্ষ মজুরি (Direct wages)
E. মেশিন অপারেটরের বেতন (Salary of the machine operator)

12. নিম্নের কোন আইটেমটি সাধারত; সমন্বয়যোগ্য নয়? (Which of the following is generally not an item of adjustment?)
A. পূর্বপরিশোধিত খরচ (prepaid expenses)
B. বকেয়া খরচ (accrued expenses)
C. বকেয়া রাজস্ব (accrued revenues)
D. অর্জিত রাজস্ব (revenue earned)
E. অনর্জিত রাজস্ব (unearned revenues)

13. নিম্নের কোনটি সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ? (Which of the following is a part of the summarization process?)
A. চিহ্নিতকরণ (Identifying) 
B. বিশ্লেষণ (Analysing)
C. জাবেদা লিখন (Journalising)
D. রেওয়ামিল প্রস্তুতকরণ (Preparing trial balance)
E. খতিয়ানভুক্ত করণ (Posting)

14. অবচয় সঞ্চিতি হচ্ছে: (Accumulated depreciation is:)
A. একটি কন্ট্রা-সম্পদ হিসাব (a contra-asset account)
B. একটি খরচ হিসাব (an expense account)
C. একটি মালিকানা স্বত্ব হিসাব (an owner's equity account)
D. একটি সম্পদ হিসাব (an asset account)
E. একটি দায় হিসাব (a liability account)

15. একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, n/৩০ শর্তে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করে। ১,০০০ টাকার পণ্য ফেরতদেওয়া হয় এবং বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত? (A business firm purchased goods worth Tk. 6,000 on credit terms of 2/10, n/30. Goods worth Tk. 1,000 was returned and the remaining amount due was paid within the discount period, what would be the amount of discount in Taka?)
A. ১২০ (120)
B. ১০০ (100)
C. ৬০০ (600)
D. ৫০০ (500) 
E. ১,৮০০ (1,800)

16. নিম্নের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নয়? (Which of the following is not a deferred revenue expenditure?)
A. বিশেষ প্রকৃতির মেরামতব্যয় (special type of repairing cost)
B. কারখানার স্থানান্তর ব্যয় (expenditure on shifting of a factory)
C. কর্জের উপর সুদ (interest on loan)
D. কোম্পানি গঠনের খরচ (expenditure on formation of a company)
E. বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ (advertisement expenditure of a large amount)

17. ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কী এন্ট্রি হবে? (Which entry will be passed in the bank account for cheque issued but will be dishonoured by bank?)
A. ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট (Bank a/c -Dr. Payable a/c -Cr)
B. আদিষ্ট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট (Drawer a/c -Dr. Bank a/c -Cr.)
C. ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট (Bank a/c -Dr. Debtors a/c -Cr.)
D. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (Bank a/c -Dr. Cash a/c -Cr.)
E. কোন এনট্রি দেয়ার প্রয়োজন নেই (No entry is required)

18. একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়: (Financial position of an organization can be known from:)
A. নগদ প্রবাহ বিবরণী (statement of cash flows)
B. উদ্বর্তপত্র (balance sheet)
C. মালিকানা স্বত্ব বিবরণী (statement of owner's equity)
D. লাভ-লোকসানহিসাব (profit and loss account)
E. ক্রয়-বিক্রয় হিসাব (trading account)

19. নিম্নের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা করা হয়? (Under which principle, adjusting entries are passed?)
A. মিলকরণ নীতির জন্য (as per Matching Principle)
B. সামঞ্জস্য নীতির জন্য (as per Consistency Principle)
C. ব্যয় নীতির জন্য (as per Cost Principle)
D. রক্ষণশীলতা নীতির জন্য (as per Conservatism Principle)
E. গুরুত্ব নীতির জন্য (as per Materiality Principle)

20. ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়: (During 2011 Square Pharmaceuticals Ltd.'s assets are decreased by Tk. 50,000 and liabilities are also decreased by Tk. 90,000. Its owners' equity, therefore, is:)
A. ৪০,০০০ বেড়েছে (increased by Tk. 40,000)
B. ১,৪০,০০০ কমেছে (decreased by Tk. 1,40,000)
C. ৪০,০০০ কমেছে (decreased by Tk. 40,000)
D. ১,৪০,০০০ বেড়েছে (increased by Tk. 1,40,000)
E. অপরিবর্তিত রয়েছে (remains unchanged)

21. নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা কত টাকা হবে তা নির্ণয় কর:
বিক্রিত পণ্যের ব্যয় ৮৩,৯০০ টাকা, মোট মুনাফা ৭৯,৬০০ টাকা এবং পরিচালনা খরচ ৩৯,৫০০ টাকা। (Calculate sales revenue and net income in Taka from the following information: Cost of goods sold Tk. 83,900; Gross profit Tk. 79,600; Operating expenses Tk. 39,500.)
A. ৫৪,৩০০ ও ৪৩,৮০০ (54,300 & 43,800)
B. ১,২০,০০০ ও ৯০,০০০ (1,20,000 & 90,000)
C. ১,৩৬,৫০০ ও ১,৪২,০০০
D. ১,৬৩,৫০০ ও ৪০,১০০ (1,63,500 & 40,100)
E. ১,৬৩,৫০০ ও ১,২৪,০০০ (1,63,500 & 1,24,000)

22. নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত প্রকাশ? (Which of the following is the expanded form of accounting equation?)
A. সম্পত্তি+দায়-মালিকের মূলধন+ মালিকের উত্তোলন+আয়+ ব্যয় (Assets+ Liabilities = Owner's capital + Owner's drawing+ Revenue + Expenses)
B. সম্পদ-দায়+মালিকের মূলধন + মালিকের উত্তোলন+আয়- ব্যয় (Assets = Liabilities + Owner's capital + Owner's drawing+ Revenue - Expenses)
C. সম্পদ-দায়-মালিকের মূলধন মালিকের উত্তোলন-আয়- ব্যয় (Assets Liabilities - Owner's capital- Owner's drawing- Revenue- Expenses)
D. সম্পদ-দায়+মালিকের মূলধন মালিকের উত্তোলন+আয়- ব্যয় (Assets = Liabilities + Owner's capital- Owner's drawing+ Revenue - Expenses) 
E. সম্পদ+দায়-মালিকের মূলধন মালিকের উত্তোলন+আয়- ব্যয় (Assets + Liabilities = Owner's capital- Owner's drawing + Revenue - Expenses)

23. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে এন.এস. কর্পোরেশন তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করে? (Which accounting principle is the basis for recording revenue in N.S. Corporation's books of account when it is earned instead of when cash is collected?)
A. ঐতিহাসিক ব্যয় (Historical Cost)
B. পূর্ণাঙ্গ প্রকাশ (Full Disclosure)
C. আয় স্বীকৃতি (Revenue Recognition)
D. ব্যবসায়িক সত্তা (Business Entity)
E. রক্ষণশীলতা (Conservatism)

24. এপেক্স লি. এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা; বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা; মোট মুনাফার হার ৩%; প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা; ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা। উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে? (Operating data for Apex Ltd. for the year ended on December 31, 2011 is given below: Sales Tk. 10,00,000; Selling expenses Tk. 1,25,000; Gross profit rate 30%; Administrative expenses Tk. 50,000; Ending inventory on 31/12/2011 Tk. 80,000 and Ending inventory on 31/12/2010 Tk. 60,000. What is the stock-turnover period in months for the year 2011?)
A. ১.১৬ (1.16)
B. ০.৯৬ (0.96)
C. ০.৮৪ (0.84)
D. ১.২ (1.2)
E. ১.০২ (1.02)

25. নিম্নের কোন ঘটনাটি লেনদেন নয়? (Which of the following events is not a transaction?)
A. হিসাব কালের অপরিশোধিত বেতন (Unpaid salaries for the accounting period)
B. সেবাদান হতে আয় যা অজিত হয়েছে, কিন্তু পাওয়া যায়নি (Service revenue earned but not received)
C. মজুদপণ্যের মূল্য বৃদ্ধি (Increase in the value of inventory)
D. দুর্ঘটনায় নষ্ট হওয়া পণ্য (Merchandise damaged in accident) 
E. হিসাব কালের জন-উপযোগ মূলক কাজের বিল, যা পাওয়া গেছে কিন্তু পরিশোধ করা হয়নি (Utilities bill received for the period but not paid)

Answer Keys: 1.A; 2.E; 3.D; 4.B; 5.E; 6.D; 7.B; 8.C; 9.A;
10.D; 11.C; 12.D; 13.D; 14.A; 15.B; 16.C; 17.E; 18.B;
19.A; 20.A; 21.D; 22.D; 23.C; 24.D; 25.C.

ব্যবসায় নীতি

1. হওর্থন স্টাডিজের প্রবক্তা কে? (Who is the promoter of Hawthorne Studies?)
A. হেনরি ফ্যায়ল (Henri Fayol)
B. ম্যাককিনজি (Mckinsey)
C. হেনরি মিনজবার্গ (Henry Mintzberg)
D. এফ.ডব্লিউ টেলর (F.W.Taylor)
E. এলটন ম্যাও (Elton Mayo)

2. ব্যবস্থাপনার নিয়মে কোনটিপ্রথম আসবে? (Which shall come first in management rule?)
A. বেতন (Salary)
B. প্রশিক্ষণ (Training)
C. নির্বাচন (Selection) 
D. কর্মী সংগ্রহ (Recruitment)
E. পদোন্নতি (Promotion)

3. কোনটি ব্যবস্থাপনার নীতি নয়? (Which is not a principle of management?)
A. শিক্ষাগত যোগ্যতা (Academic Qualifications)
B. নিয়মানুবর্তিতা (Discipline)
C. শৃপখলা (Order)
D. কর্ম বিভাজন (Division of Work)
E. পারিশ্রমিক (Remuneration)

4. ভবিষ্যতে করণীয় এর আগাম সিদ্ধান্তকে বলে: (Deciding in advance what is to be done is called:)
A. সংগঠন (Organizing)
B. পরিকল্পনা (Planning)
C. নিয়ন্ত্রণ (Controlling)
D. বেতৃত্ব (Leadership)
E. নির্দেশনা (Directing)

5. প্রতিষ্ঠানের প্রত্যাশিত কার্যক্রম যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে বলে: (The expression of expected activities of an organization stated in numerical terms is called:)
A. বাজেট (Budget)
B. উদ্দেশ্য (Objective)
C. কৌশল (Strategy)
D. লক্ষ্য (Goal)
E. পলিসি (Policy)

6. কোনটি সাংগঠনিক কাঠামোর উদারহণ নয়? (Which is not an example of organizational structure?)
A. সরলরৈখিক সংগঠন (Line Organization)
B. কার্যভিত্তিক সংগঠন (Functional Organization)
C. সরলরৈখিকও পদস্থ কর্মী সংগঠন (Line and Staff Organization)
D. মেট্রিক্সসংগটন (Matrix Organization)
E. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা (Scientific Management)

7. নিম্নের কোন সংগঠনটির সামরিক সংগঠনের সাথে সবচেয়ে বেশী সাদৃশ্য আছে? (Which of the following organizations is most similar to military organization?)
A. সরলরৈখিক সংগঠন (Line organization)
B. কার্যভিত্তিক সংগঠন (Functional Organization)
C. মেট্রিকস সংগঠন (Matrix Organization)
D. কমিটি সংগঠন (Committee Organization)
E. সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন (Line and Staff Organization)

৪. বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার একীভত বিশেষায়িত ব্যাংকটির নাম কী? (What is the name of the specialized bank formed after merger of Bangladesh Shipa Bank and Bangladesh Shilpa Rin Sangstha?)
A. বি.ডি.বি.এল (BDBL)
B. বি.ডি.ডি.এল (BDDL)
C. ডি.বি.বি.এল (DBBL)
D. ডি.ডি.বি.এল (DDBL)
E. ডি.সি.বি.এল (DCBL)

9. একটি মিলের শ্রমিকেরা একটি সমবায় বিপণি হতে বছরে ১,০০,০০০ টাকা মুনাফা করেছে। তারা সংরক্ষিত তহবিলে মুনাফার ন্যূনতম কত টাকা জমা রাখবে? (The workers of a mill earned a profit of Tk. 1,00,000 from their cooperative shop. How much in Taka will they set aside as a minimum in reserve fund out of profit?)
A. ৫,০০০ (5,000)
B. ১০,০০০ (10,000)
C. ১৫,০০০ (15,000)
D. ২০,০০০ (20,000)
E. ২৫,০০০ (25,000)

10. সুবিধার (বেতন, অর্থ অথবা লাভের অংশ) বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়? (Which type of partner permits the usage of his or her goodwill in exchange of benefits (salary, money or profit- share)?)
A. আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi Partner)
B. কর্মী অংশীদার (Working Partner)
C. সীমিত অংশীদার (Limited Partner)
D. নিষ্ক্রিয় অংশীদার (Dormant Partner)
E. নামমাত্র অংশীদার (Nominal Partner)

11. নিম্নের কোন পদ্ধতিটি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় না? (Which of the following mechanisms is not used as a tool to control imports and exports?)
A. লাইসেন্স ব্যবস্থা (Licensing)
B. শুল্ক আরোপ (Imposition of Duty)
C. কোটা নির্ধারণ (Fixation of Quota)
D. মাশুলপত্র (Freight Note)
E. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ (Control of Foreign Exchange)

12. নিম্নের কোনটি শ্রমঘন শিল্প? (Which of the following is a labor intensive industry?)
A. ঔষধ (Pharmaceutical)
B. সার (Fertilizer)
C. প্রসাধনী (Cosmetics)
D. তৈরি পোশাক (Readymade Garments)
E. কম্পিউটার (Computer)

13. ব্যবসায়ের ক্ষেত্রে 'প্রমিতকরণ' কী ধরনের উপযোগ সৃষ্টি করে? (What type of utility is created by standardization in business?)
A. সময়গত (Time)
B. প্রচারগত (Promotional)
C. মানগত (Quality)
D. বিক্রয়গত (Sales)
E. রূপগত (Form)

14. নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি? (Which of the following is a qualitative method of credit control?)
A. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ (Direct control)
B. ভোগ্যপণ্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ (Consumers credit regulation)
C. বন্ধকী ঋণের মার্জিন হারের পরিবর্তন (Change in margin requirement of secured loans)
D. ব্যাংক হার পরিবর্তন (Variation in bank rate)
E. নৈতিক প্রভাব (Moral persuasion)

15. নিম্নের কোনটি অবাণিজ্যিক দলিলি ঋণ? (Which of the following is a non-commercial documentary credit?)
A. প্রত্যয় পত্র (Letter of credit)
B. পে-অর্ডার (Pay order)
C. ব্যাংক গ্যারান্টি (Bank guarantee)
D. ব্যাংকআজ্ঞাপত্র (Bank draft)
E. ভ্রাম্যমান নোট (Circular note)

16. প্রাইম ব্যাংকের মালিকানার ধরন: (The ownership type of Prime Bank is:)
A. একক মালিকানা (Sole Proprietorship)
B. অংশীদারি কারবার (Partnership)
C. প্রাইভেট লি. (Private Ltd.)
D. সরকারী (Government)
E. পাবলিক লি. (Public Ltd.)

17. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিচের কোন জামানতটি উত্তম? (Which of the following is the best alternative security to banks for giving loans?)
A. শেয়ার (Shares)
B. ঋণপত্র (Debentures)
C. নোট ও বন্ড (Note and Bond)
D. প্রত্যয়পত্র (Letter of Credit)
E. স্থায়ী আমানত রশিদ (FDR)

18. ব্যাংকের কোন ধরনের হিসাব খুলতে কোনো পরিচিতির প্রয়োজন হয় না? (For opening of which type of bank account, no identification is needed:)
A. চলতি হিসাব (current account)
B. সঞ্চয়ী হিসাব (savings account)
C. স্থায়ী হিসাব (fixed account)
D. বিশেষ চলতি হিসাব (special current account)
E. গৃহসঞ্চয়ী হিসাব (house savings account)

19. যদি ব্যাংক হার হ্রাস পায়, অর্থ সরবরাহ: (If the bank rate decreases, money supply:)
A. বৃদ্ধি পায় (increases)
B. অপরিবর্তিত থাকে (does not change)
C.হ্রাস পায় (decreases)
D. ওঠানামা করে (fluctuates)
E. নির্ণয় কাজ সহজ নয় (is not easy to determine)

20. নিচের কোন পদ্ধতির বিমায় বিমা গ্রহীতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি? (Under which category of insurance, both the insurer and insured are insurance companies?)
A. সহ-বিমা (Co-insurance)
B. পুন:বিমা (Re-insurance)
C. যুগ্ম বিমা (Joint insurance)
D. চলতি বিমা (On-goinginsurance)
E. গোষ্ঠী বিমা (Group insurance)

21. 'Jettison' বলতে কী বোঝায়? (What is meant by jettison?)
A. পণ্য হ্রাসকরণ (goods reduction)
B. পণ্য বোঝাই (goods loading)
C. পণ্য স্থানান্তরকরণ (goods shipment)
D. পণ্য নিক্ষেপ (goods throwing)
E. পণ্য বিনিময় (goods exchange)

22. নিচের কোন নীতিটি বিমা চুক্তির অর্ন্তভুক্ত নয়? (Which of the following is not included in insurance contract?)
A. পূর্ণ আস্থা ও বিশ্বাস (utmost good faith)
B. বিমাযোগ্য স্বার্থ (insurable interest)
C. ক্ষতিপূরণ (indemnity)
D. ব্যবসায় সম্প্রসারণ (business expansion)
E. নিকটবর্তী কারণ (proximate cause)

23. 'Causa Proxima' এর অর্থ কী? (What is the meaning of 'Causa Proxima?)
A. সমন্বয়যোগ্য কারণ (adjustable cause)
B. ঝুঁকির কারণ (cause of risk)
C. নিকটতম কারণ (nearest cause)
D. ক্ষতিপূরণ (indemnity)
E. আনুপাতিক অবদান (proportionate contribution)

24. বাংলাদেশে বিমা কোম্পানিসমূহের নিয়ন্ত্রক সংস্থার সংক্ষিপ্ত নাম কী? (What is the abbreviated name of the regulatory body for insurance companies in Bangladesh?)
A. আই.ডি.আর.এ (IDRA)
B. আই.ডি.এ (IDA)
C. আই.আর.এ (IRA)
D. আই.আর.ডি.এ (IRDA)
E. এ.আই.ডি (AID)

25. পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি 'লিমিটেড'? (What is 'limited' in a public limited company?)
A. পরিচালকের সংখ্যা (number of directors)
B. শেয়ার সংখ্যা (number of shares)
C. মূলধন (capital)
D. শেয়ারহোল্ডাদের সংখ্যা (number of shareholders)
E. শেয়ারহোল্ডারদের দায় (liabilities of shareholders)

Answer Keys: 1.E; 2.D; 3.A; 4.B; 5.A; 6.E; 7.A; 8.A;
9.C; 10.E; 11.D; 12.D; 13.C; 14.E; 15.E; 16.E; 17.E; 18.C;
19.A; 20.B; 21.D; 22.D; 23.C; 24.A; 25.E.